ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট থেকে বলারজোর বাজার পর্যন্ত গ্রামের রাস্তাটির সংস্কারের অভাবে বেহাল দশা, জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাফেরা করছে শত শত পথচারী, যাত্রীবাহী ভ্যান, রিকশা, মোটরসাইকেল,পিকআপ সহ কৃষিসামগ্রী পরিবহন। শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট থেকে বলারজোর বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তা খারাপ হওয়ায় সাধারণ জনগণের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। খানা-খন্দে ভরা রাস্তায় প্রায়ই ঘটছে ছোট-বড দুর্ঘটনা।
এলাকাবাসী জানান, সংস্কারের অভাবে রাস্তাটির এমন জীর্ণদশা। রাস্তা দিয়ে যানবাহন, রোগী এবং পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি এখন সংস্কার করা খুবই জরুরী।
এ বিষয়ে শুক্তাগড় ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান বিউটি সিকদার সাংবাদিকদের বলেন, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের জন্য খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
রাস্তাটি দ্রæত সংস্কার করা না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসির।