শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার মাধ্যমে জাতি এগিয়ে যায় সমৃদ্ধির দিকে।
কোভিড ১৯ করোনায় ঝড়ে যাচ্ছে বেশিরভাগ গ্রামের শিক্ষার্থীরা, তাই শিক্ষার গুরুত্ব নিয়ে ৫ ই আগস্ট ২০২১ ইং রোজ বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলার কাঁচিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করে সবাই আসন গ্রহণ করেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিবেক ২১ এর উপদেষ্টা জনাব মোঃ নুর ইসলাম (শিক্ষক) জনাব বিমল চন্দ্র ( শিক্ষক) ও বিবেক ২১ এর সদস্যরা ( ববিতা খাতুন, ইঞ্জি জাহাঙ্গীর, সাঈদ হাসান, বেলাল হোসেন, মাসুদা খাতুন, খোরশেদ আলম, রোকন খান, আশরাফুল হক, আঃ কাইয়ুম, শাহ আলম, নুর আলম, রাজু মিয়া, জুল্ফিকার, বায়েজিদ, ফজলুল করিম, লাভলু মিয়া, জাহিদ সহ প্রমুখ)
সভায় দেশের নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল থেকে পাশ করা শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন বক্তব্য প্রদান করে। পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান বাড়ানো, তথ্য প্রযুক্তিতে মেধার বিকাশ ঘটানো সহ নানান বিষয় আলোচনায় উঠে আসে যাতে করে আগামীতেও এই প্রত্যন্ত গ্রাম থেকে মেধাবীরা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে গ্রাম তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
শিক্ষায় পিছিয়ে পড়ার কারনেই সমাযে বাল্য বিয়ে, যৌতুক, বেকারত্ব বৃদ্ধি ও মাদক সহ বিভিন্ন নেশায় জড়িয়ে যাচ্ছে তরুণ যুবসমাজ। এসব থেকে উত্তরণের উপায় একমাত্র সুশিক্ষায় শিক্ষিত করে তোলা, এসব নিয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও অতিথিরা মূল্যবান পরামর্শ প্রদান করেন এবং বিবেক ২১ এর এই আয়োজন কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এই সংগঠনের সকল সদস্যদের উত্তরোত্তর মংগল কামনা করেন।
উল্লেখ্য যে, গত ১৬ ই মে ২০২১ ইং রোজ রবিবার কাঁচিচরের প্রাক্তন শিক্ষার্থীরা "বিবেক ২১" নামক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবং ইতোমধ্যে এলাকায় শতাধিক গাছ রোপন করে সচেতনতা মূলক র্যালি ফ্রি ভ্যাক্সিন নিবন্ধন সহ সচেতনতা মূলক কাজ নিয়মিত করে আসছে।