বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী (৬৮) আর নেই। রোববার (৮ আগস্ট) বেলা ২টা ৩০ মিনিটে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
সোমবার সকাল ১০টায় যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার নেতৃত্বে বানিয়াচং থানার একদল চৌকস পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানীকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযার নামাজের প্রাক্কালে মরহুমের জীবনের উপর স্মৃতিচারণ করেন হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান।
এদিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশীর আহমদ, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শেখ লুৎফুর রহমান, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম প্রমুখ।