পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সময় টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন এবং অনলাইন নিউজ পোর্টাল পাবনা মেইল ২৪.কম এর সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বেড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান আরজুর করা মামলায় আজ মঙ্গলবার (১০ আগষ্ট) সকাল এগারোটার সময় বেড়া প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শফিউল আযম, সভাপতি বেড়া প্রেসক্লাব, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সহ-সম্পাদক মহসিন মল্লিক এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বেড়া প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিক। বক্তারা সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় তীব্র নিন্দা প্রতিবাদ জানান। তারা নিঃস্বর্তে মামলা প্রত্যাহারের দাবি করেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান আরজুর পৈতৃক বাড়ি পাবনার বেড়া উপজেলার নাটিয়া বাড়িতে দেশীয় আগ্নেয়াস্ত্রের কারখানার সন্ধান পান পাবনা ডিবি পুলিশ। এসময় দু'জনকে আটকও করেন। এ সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয় পাবনা মেইল ২৪. কমে। গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইবুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সাবেক এই এমপি।