সরকারি নিবন্ধন প্রাপ্ত দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজার এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পন কুড়িগ্রামে পালিত হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারনে সীমিত পরিসরে দিবসটি উদযাপন করা হয়। শুক্রবার(১৩ আগস্ট) বেলা ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনাতয়নে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তের সঞ্চালনায় ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরনবী খন্দকার,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ হাসান লোবান,ঘাতক দালাল নির্মুল কমিটির কুড়িগ্রামের সাধারণ সম্পাদক দুলাল বোস,দৈনিক জনকন্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি রাজু মোস্তাফিজ,
এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি ইউসুফ আলমগীর,বাংলা নিউজ ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন,বার্তা বাজারের সংসদীয় প্রতিনিধি লতিফুর রহমান লিংকন,এশিয়ান টিভি প্রতিনিধি হাফিজুর রহমান হ্নদয়,বার্তা ২৪ এর প্রতিনিধি কল্লোল রায়,সিটি নিউজের প্রতিনিধি ফজলুল করীম ফারাজী,জাগো নিউজের প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।
এসময় অনুষ্ঠানে আসা অতিথিরা সম্প্রতি কুড়িগ্রামের বেশ কয়েকটি সংবাদের প্রশংসা করে বার্তা বাজার পত্রিকার উত্তোরত্তর সাফল্য কামনা করেন এবং বস্তু নিষ্ঠ ,স্বাধীন নিরপেক্ষ সংবাদের প্রকাশ আরো বেশি করার আহ্বান জানান।