ময়মনসিংহে ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্য গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি স্বর্ণের চেইন ও দুটি কাটার উদ্ধার হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাতে ময়মনসিংহ নগরীর রাজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এই চক্রের নারী সদস্যরা গলায় স্বর্ণের চেইন রয়েছে এমন নারীকে টার্গেট করে কৌশলে তা ছিনিয়ে নেয় বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃত নারীরা হলেন-মোছাঃ নাছু বেগম, মোছাঃ হামিদা খাতুন, ফাতেহা বেগম, জোসনা বেগম, নূর চান, মোছাঃ বেগম ও হাজেরা বেগম। এর মধ্যে ৬ জন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা এবং একজন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি মোঃ সফিকুল ইসলাম বলেন, ‘কৌশলে স্বর্ণের চেইন কেড়ে নেওয়া চক্রটির অধিকাংশই নারী। তারা নির্দিষ্ট একটি এলাকার বাসিন্দা। রিমান্ডে এনে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারলে এই চক্রের মূল হোতা কারা সে সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।’
উল্লেখ্য, এর আগে গত ২৫ আগস্ট ও ২ মার্চ এমন আরও কয়েকটি চক্রকে গ্রেফতার করা হয়। এসব চক্র গত ৫ মাস ধরে নগরীসহ বিভিন্ন স্থানে তাদের তৎপরতা চালাচ্ছিল।