শেরপুর জেলার শ্রীবরদীতে শারমিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। (বুধবার) রাতে কুড়িপাড়া মণ্ডলপাড়া গ্রামের বসতঘর থেকে শারমিনার লাশ উদ্ধার করা হয়। তিনি ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়নের কুড়িপাড়া মণ্ডলপাড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী ও মফিজুল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে আকরাম হোসেনের সঙ্গে শারমিনা আক্তারের বিয়ে হয়। ওই দম্পতির দুই সন্তান রয়েছে। কিন্তু ২-৩ বছর যাবত প্রতিবেশি এক যুবকের সঙ্গে শারমিনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন আগে ওই যুবক বিয়ে করেন। এরপর শারমিনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বুধবার রাত দশটার দিকে তিনি তার ঘরে গিয়ে দরজা আটকে দেন। এরপর অনেক ডাকাডাকি করেও পরিবারের লোকজন তার সাড়া পাননি। একপর্যায়ে স্বজনেরা ঘরের দরজা ভেঙে শারমিনাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. রুকুনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রক্রিয়া চলছে। সুরতহাল প্রতিবেদনে মৃত শারমিনার গলায় কালো দাগ দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে