গাইবান্ধার ফুলছড়িতে স্থানীয় সরকার বিভাগ এবং প্রকল্প পরিচালক আইএসপিপি যত্ন প্রকল্পের জনাব দীপক চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে যত্ন প্রকল্পের ক্যাশ-কার্ড বিতরণ সম্পন্ন হয়।
৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উক্ত ক্যাশ-কার্ড বিতরণ কালে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি জনাব মোঃ খুরশিদ আলম সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মতিন, গাইবান্ধা পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জি.এম. সেলিম পারভেজ ছাড়াও ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
এ সময় বক্তারা বলেন, ফুলছড়ি একটি অবহেলিত এবং নদী ভাঙন উপজেলা!
এ উপজেলার অধিকাংশ লোকজনই দারিদ্রসীমার নিচে বসবাস করেন। তাদের আয় উন্নতির পথ খুবই সীমিত। তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে যত্ন প্রকল্পটি এ উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারের নারীদের জন্য বিশেষ ভূমিকা পালন করে আসছে।
বক্তব্য অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিচারপতি জনাব মোঃ খুরশিদ আলম সরকার অতিদরিদ্র পরিবারের অন্তঃসত্ত্বা নারী এবং ৫ বছরের কম বয়সী প্রথম ও দ্বিতীয় শিশু এবং তাদের মা'দেরকে ১১৯৩ জনের হাতে যত্ন প্রকল্পের ক্যাশ-কার্ড তুলে দেন।