ময়মনসিংহে র্যাবের হাতে আটক ৪ জঙ্গির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। থানাসূত্রে জানা যায়, চার জঙ্গীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় র্যাবের সুবেদার মো আনোয়ার হোসেন বাদি হয়ে শনিবার দিবাগত রাতে সন্ত্রাস বিরোদী আইনে মামলাটি করেন। একই সাথে আটক চার জঙ্গিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
রবিবার সকালে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ মামলার খবরটি নিশ্চিত করে বলেন, মামলায় উল্লেখিত ৪ আসামির রিমান্ডের আবেদন জানিয়ে আজ তাদেরকে আদালতে পাঠানো হবে।
মামলার এজাহারে জানাযায়, শনিবার ভোর রাতে শহরের খাগডহর এলাকায় জেএমবি’র সক্রিয় সদস্য ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মোঃ আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬) ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব-১৪ এর একটি অভিযানিক দল। এসময় জঙ্গীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরর্ক্ষাথে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে অস্ত্র ও গোলাবারুদসহ চার জঙ্গীকে আটক করে র্যাব। এসময় তাদরে কাছ থেকে ০১ টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গোলাবারুপ, ০৮ টি বোমা সদৃশ্য বস্তু, ০৪ টি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং সরঞ্জামাদি , একটি মাটির চুলা এবং একটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।