মাস্ক না পড়লে সরকারি বেসরকারী দপ্তরে মিলবেনা কোন সেবা। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, এ টু আই প্রোগ্রাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সমর কান্তি বসাক এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব মোহাম্মদ এনামুল হক মহোদয়ের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন, ময়মনসিংহ জনাব ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম সহ ময়মনসিংহ জেলার সরকারি দপ্তর সমূহের কর্মকর্তাবৃন্দ, জেলা শিক্ষা অফিসার,পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, এনজিও প্রতিনিধিবৃন্দ, চেম্বার অব কমার্সের প্রতিনিধি,জেলা কালচারাল অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ভাবখালী ও সিরতা প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, এনজিও কর্মী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে মাস্ক বিতরণী কর্ণারের ওয়েব সাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলে লগইন করে প্রবেশের পর মাস্ক বিতরণের তথ্য আপলোড করতে হবে সেবিষয়ে জানানো হয়। ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক যে উদ্যোগেই মাস্ক বিতরণ করা হোক সকলকে এই তথ্য সেখানে আপলোড করার অনুরোধ জানানো হয়।
আলোচকগণ বলেন, এখন বেশিরভাগ মানুষই করোনা পরীক্ষার চেয়ে ভ্যাকসিন গ্রহণের দিকে ঝুঁকছেন।অনেকে অসুস্থ শরীর নিয়েও টিকা নিতে আসছেন। কিন্তু এটি ঝুঁকিপূর্ণ। টিকা নেয়ার আগে তার উচিত ছিলো করোনা টেস্ট করানো। তারা বলেন, করোনার প্রকোপ কমে আসছে মনে করে অনেকে মাস্ক ব্যবহারে অনীহা দেখাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, করোনা ভাইরাস প্রতিনিয়ত নতুন নতুন রুপ নেয়। তাই আমরা জানিনা আসলে সামনের পরিস্থিতি কি হবে। করোনা ভাইরাসের মিউটেশন হলে সেটি আগের চেয়ে আরো ভয়ংকর হয়ে উঠে। আমাদেরকে যেকোন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। এজন্য মাস্ক ব্যবহার করা সহ প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত পরিষ্কার রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার ব্যাপারে সবাইকে অভ্যস্ত হতে হবে।