গাইবান্ধার পলাশবাড়ীতে দীর্ঘদিন যাবৎ মানবেতর জীবনযাপন করা অসহায় অসহায় বৃদ্ধার পাশে
গভীর রাতে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক জি এস (পলাশবাড়ী সরকারি কলেজ) , উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।
১১ই সেপ্টেম্বর শনিবার রাতে মানবেতর জীবনযাপন করা অসহায় সেই বৃদ্ধার কথা মনে পড়ে নেতা আজাদুলের।যাকে রাস্তার ধারে পলিথিনের ঝুপড়ি ঘরে বসবাস করা দেখে কিছুদিন আগেই স্থানীয় এমপি মহোদয় এর নিকট হতে টিনের ঘরের ব্যাবস্থা করেছিলেন তিনি। আজ আবারও সেই বৃদ্ধার পাশে খাদ্যসামগ্রী নিয়ে উপস্থিত হয়ে মানবতার দৃষ্টি স্থাপন করেছেন নেতা আজাদুল!খাদ্যসামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য, চাল,ডাল,আলু,তেল,লবণ, চিনি এবং শীত নিবারনের জন্য একটি কম্বল।এসময় তার সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত। তার এমন উপহার পেয়ে খুশীতে আত্মহারা সেই বৃদ্ধা। সেই সাথে সাধুবাদ জানিয়েছেন ঐ এলাকার বেশ কিছু যুবক ও কিশোর।
সাংবাদিকের এক প্রশ্নোত্তরে আওয়ামী লীগ নেতা আজাদুল জানান,বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ৩১ গাইবান্ধা -৩ আসনের মননীয় সংসদ সদস্য এ্যাড,উম্মে কুলসুম সৃতি আপার সহোযোগিতায় অসহায় এই বৃদ্ধা মায়ের বসবাসের জন্য উপযোগী বাসস্থানের ব্যবস্থা করে দিতো পেরে নিজেকে গর্বিত মনে করছি।আশাকরি এই বৃদ্ধা মা যতদিন বেঁচে থাকবেন তার ভরনপোষণের আমি আমার সাধ্যনুযায়ী চেষ্টা করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য,
পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের সাইনদহ (ছোট শালমারা) বিলের রাস্তার ধারে এক বৃদ্ধা ১৪ -১৫ বছর যাবত পলিথিনের ঘরে থাকেন এমন দৃশ্য দৃষ্টিগোচর হয় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের দু তিন জন নেতাকর্মীর এবং তারা তাৎক্ষণিক সংবাদ দেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ০৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলছুম স্মৃতি এমপির কাছে।
সংবাদটি শোনার পর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলামকে নির্দেশ দেন এবং অসহায় বৃদ্ধা মহিলার ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। নির্দেশ পেয়ে আজাদুল ইসলাম ঐ বৃদ্ধা মহিলার ঘরের ব্যবস্থা করে দেন।
এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।