দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষের দ্বার খুলল আজ রবিবার (১২ সেপ্টেম্বর)। শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে সরূপে ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক কর্মকান্ড স্থবির ছিল প্রতিষ্ঠানগুলোতে। রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শারীরিক উপস্থিতিতে পাঠ কার্যক্রম শুরুর সাথে সাথে রাজনৈতিক শ্লোগানে মুখরিত হলো ক্যাম্পাস। দেড় বছর বিরতির পর কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস মুখরিত হলো জয় বাংলা শ্লোগানে।
রবিবার বেলা ১১ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শারীরিক উপস্থিতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান চলছে। শিক্ষার্থীদের মুখে মাস্ক থাকলেও সব শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মানা হয়নি। বেশিরভাগ শ্রেণিকক্ষে সামাজিক দূরত্বের বালাই ছিল না।
সোয়া ১১ টায় জয় বাংলা শ্লোগানে প্রকম্পিত হয় প্রিয় ক্যাম্পাস। কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্রলীগ কর্মীরা জয় বাংলা-জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে মিছিল শুরু করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মো: আরিফুল ইসলাম আরিফ(সাবেক দপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখা,মো: সোলায়মান গাদ্দাফী,মো: মেহেদী হাসান,মোঃ শরীফ,মোঃ মিনহাজুল ইসলাম সজীব,মো: জুনায়েদ আল হাবিব বিপাশ,মো: রেজভী কবীর চৌধুরী বিন্দু,মো: নাহিদুল ইসলাম বিদ্যুত,মো : মুবিন মুত্তাকিন উৎস,মো: নাজমুল হাসান জীবন,হৃদয়,রুদ্র,রাফি আকাশ,সৌরভ সহ আরো অনেকে।
বক্তারা করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন। দেড় বছরপর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে শেখ হাসিনার 'কালজয়ী সিদ্ধান্ত' বলে উল্লেখ করেন। এতে করে শিক্ষার্থীদের শিক্ষা জীবন স্বাভাবিক গতি ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।