হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন।
স্বাস্থ্যসচেতন মানুষেরা হাজারও ব্যস্ততার মাঝেও শরীর ও মনকে চাঙ্গা করার জন্য নিয়মিত খেলাধুলা করেন। খেলাধুলা মানুষের ভেতরে একটি প্রশান্তি এনে দেয়, এনে দেয় ভারসাম্যও। তবে নানান কারণে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে।
সোমবার( ২০ সেপ্টেম্বর) বিকেল বানিয়াচং শেখ রাসেল মিনি সেটডিয়ামে আয়োজিত মেধা বিকাশিয়ান ফুটবল টুর্নামেন্ট-২০২১ ফাইল খেলায় প্রধান অতিথি বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, বিশেষ করে শহরাঞ্চলের অনেক স্কুল ও কলেজে খেলার কোন মাঠ নেই! তাই সে সব শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে অন্যান্য অপরাধমূলক কাজে (ইভটিজিং, মাদকাসক্ত) নিয়োজিত হয়েছে।
এমনকি গ্রামাঞ্চলেও খেলাধুলা অনুষ্ঠিত হওয়ার হার অনেকাংশে কমে গেছে। সরকারের প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে শারীরিক শ্রমনির্ভর খেলাগুলো কমে গিয়ে মানুষ বর্তমানে প্রযক্তিগত অনেকগুলো মস্তিষ্কনির্ভর খেলায় মত্ত রয়েছে। এতে করে তারা আত্মকেন্দ্রিক ও সহিংস হচ্ছে। কারণ এসব খেলা বা গেমগুলো সে একাই খেলে এবং খেলা বা গেমগুলো অনেকসময় সহিংসতানির্ভর আধেয় দ্বারা তৈরি।
ফলশ্রুতিতে সমাজে আত্মকেন্দ্রিক ও আগ্রাসী মনোভাবে মানুষের সংখ্যা বেড়ে গেছে। এসব প্রযুক্তিগত খেলা আবির্ভাবের সাথে সাথে গ্রাম্য খেলাধুলাগুলোও হারিয়ে যেতে বসেছে। আজকে যারা এই খেলার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
সমাজের বিত্তবানদের খেলা ধুলার প্রতি এগিয়ে এসে যুবসমাজেকে খেলা ধুলায় মাতিয়ে রাখার আসার আহ্বান জানাই। আজকের খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতি রহিল শুভ কামনা রইল আল্লাহ্ হাফেজ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস, ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ প্রমুখ।
আজকের খেলায় মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এস এস সি পরীক্ষার্থী দলকে ট্রাইবেকারের মাধ্যমে ৩-৪ গোলে হারিয়ে ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থী টিম বিজয়ী হয়েছে !!