এখনো নিয়মিত পূর্ব দিকে সূর্য উদিত হয়। অস্তমিত হয় পশ্চিম দিকে। পক্ষান্তরে সমাজে এখনো ভালো ও সৎ মানুষরা রয়েছেন। এমনি একটি সততার পরিচয় দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বানিয়াচংয়ের ইকবাল হোসেন (৩৮) নামে এক কৃষক। মোঃ ইকবাল হোসেন উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত সাগর দিঘির পশ্চিম পাড়ের আব্দুল মতলিব এর ছেলে।
সূত্রে জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে কৃষি জমিতে কাজ করতে যান মোঃ ইকবাল হোসেন।
দুপুর ১২টায় কাজ শেষে বাড়িতে আসতে গিয়ে আজমিরীগঞ্জ শিবপাশা সড়কের আঞ্জন নামক সংলগ্ন স্থানে ১টি ব্যাগ পড়ে থাকতে দেখেন। এসময় বহনকৃত টমটম আটকিয়ে ব্যাগ খোলে দেখতে পান বেশ কিছু টাকা। এসময় কাউকে না পেয়ে ব্যাগ নিয়ে গ্যানিংগঞ্জ বাজারে চলে আসেন তিনি। পরে টাকা ও অন্যান্য জিনিসের বিবরণ সঠিক হলে শিশু মিয়া (৪১) এর হাতে ১ লাখ ৭৭ হাজার টাকা, ১টি মোবাইল সেট ও ব্যাংকের ২টি চেক বইসহ অন্যান্য মালামাল ফেরত দেন কৃষক মোঃ ইকবাল হোসেন। শিশু মিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার টেঙ্গুরিয়া গ্রামের আব্দুল হেকিম এর ছেলে।
শিশু মিয়া জানান, আমি একজন ইট-বালু ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে বানিয়াচংয়ে আসছিলাম। যাওয়ার পথে টমটম থেকে অসাবধানতাবশত আমার টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়। টাকা হারিয়ে আমি খুব বিমর্ষ হয়ে পড়ছিলাম। এসময় ব্যাগে থাকা মোবাইলে যোগাযোগ করে আসার পর টাকাসহ সবকিছু পেয়েছি। এখনও এ সমাজে ভালো মানুষজন আছেন এর বড় প্রমান হচ্ছে আমার হারানো টাকা পাওয়ার ঘটনা। মহান আল্লাহ কৃষক ইকবাল ভাইকে এর প্রতিদান দান করুন।
কৃষক ইকবাল হোসেন জানান, এ টাকা পাওয়ার পর প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে আমি ব্যস্ত হয়ে পড়ি। এরপর মালিকের হাতে হারানো টাকা এবং মোবাইল সেট ফিরিয়ে দিতে পেরে আমার খুব আনন্দ লাগছে। আমার দান্যতায় ১টি অসহায় পরিবার বেঁচে গেল।
টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ব্যবসায়ী মাহমুদ মিয়াসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।