ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের চার দিন পর ঘরের মেঝে খুঁড়ে আব্দুর রশীদ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আব্দুর রশিদ পৌর শহরের নন্দীবাড়ি মাঝিপাড়া মৃত হায়দার আলীর ছেলে। তিনি কাঠের ব্যবসা করতেন বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত আব্দুল রশিদের ছেলে সন্তান নেই। মেয়েদের অনেক আগেই বিয়ে দিয়েছেন। তার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা গেছেন। তিনি বাড়িতে একাই থাকতেন। মাঝে মাঝে তার নাতি মঞ্জুরুল ইসলাম বাবু সঙ্গে থাকতেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গত ১০ অক্টোবর দুপুর ২টার দিকে চোখের চিকিৎসা করানোর কথা বলে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে বের হন আব্দুর রশীদ। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।
তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। টিনের ঘরে তিনি একাই থাকতেন। নিখোঁজের পর থেকে তালা দেওয়া ঘরে প্রয়োজন না থাকায় কেউ প্রবেশ করেনি। বৃহস্পতিবার রাতে পরিবারের একজন তালা ভেঙে ঘরে প্রবেশ করতেই লাশের গন্ধ পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘরের মেঝে খুঁড়ে আব্দুর রশীদের লাশ উদ্ধার করে। লাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড। শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।