বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হলো কুড়িগ্রামে৷ গতকাল শুক্রবার (২৯ অক্টোবর ২০২১) উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কুড়িগ্রাম জেলা সংসদ নতুন গৃহে প্রবেশ করলো৷ এ উপলক্ষে একত্রিত হয়েছিলো কুড়িগ্রামের উদীচীর সদস্যবৃন্দ এবং কুড়িগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷
নতুন গৃহ উদ্বোধন শেষে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশ করেন উদীচীর সংগীত বিভাগ৷ এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু হয়৷ উক্ত আলোচনায় কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি জনাব নেজামুল হক বিলুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক তানভীর মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগীত বিভাগের সম্পাদক হাবিবুর রহমান দুলাল৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলিয়া ইয়াসমিন রত্না, আব্দুল মালেক, আক্তারুল ইসলাম রাজুসহ আরো অনেকে৷
আলোচনা সভা শেষে উদীচীর সংগীত বিভাগ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷ রাতের আহার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়৷
উল্লেখ্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (সংক্ষেপে - উদীচী) হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন করেন। পরবর্তী সময়ে রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার সহ একঝাঁক তরুণ উদীচীর সাথে সম্পৃক্ত হন। জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে। উদীচী ’৬৮, ’৬৯, ’৭০, ’৭১ সালে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে তোলে সাংস্কৃতিক সংগ্রাম। এ সংগ্রাম গ্রাম-বাংলার পথে-ঘাটে ছড়িয়ে পড়ে। ১৯৭১ সালে উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। দেশের সকল গণতান্ত্রিক, মৌলবাদবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে এ সংগঠন বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে সারাদেশে উদীচীর তিন শতাধিক শাখা রয়েছে। দেশের বাইরেও ছয়টি দেশে শাখা রয়েছে উদীচীর। ২০১৩ সালে এই সংঠনটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করে।