সারাদেশের ন্যায় হবিগেঞ্জের বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে।‘ মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এর সভাপতিত্বে ও এসআই শামসুল ইসলামের সঞ্চালণায় আলোচনা সভা ও র্যালি অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, সারাদেশে একযোগে কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত হচ্ছে। আমরা অনেক সময় পুলিশের অহেতুক সমালোচনা করে থাকি । কিন্তু দুঃসময়ে পতিত হলে যখন কাছের স্বজনরা পর্যন্ত দূর চলে যায়, সেই সময় মানুষের পাশে এসে দাঁড়ায় পুলিশ । পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বাহিনীকে ঢেলে সাজিয়েছেন ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, চেয়ারম্যান আব্দুল আহাদ, মোঃ শাহজাহান মিয়া, ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,
ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মোঃ রেখাছ মিয়া, মোঃ হাবিবুর রহমান, এরশাদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেড এম উজ্জল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী রিপন প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় গণমাধ্যমেরকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।