বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, শিক্ষা ক্ষেত্রে সরকার প্রভূত উন্নয়ন করছে। অনেক প্রত্যন্ত এলাকায় ভবন করা কল্পনাও করা যেত না, সেসব এলাকায়ও আধুনিক বহুতল ভবন হচ্ছে।
এর একটাই কারণ হচ্ছে জননেত্রেী শেখ হাসিনার সরকার ক্ষমতাসীন বলে। সরকার সবধরণের সুযোগ-সুবিধা দিচ্ছেন দেশের মানুষ শিক্ষিত হতে। এ ক্ষেত্রে শিক্ষকরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পাঠদান করাতে হবে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে বানিয়াচংয়ের ঐতিবাহী চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্ম শুধু শিক্ষিত হলে হবে না।
শিক্ষা অর্জনের সাথে সাথে ভালো মানুষও হতে হবে। ভালো মানুষরা যে কোন জায়গায় বসলে সে কাজটুকুও যথাযথ আদায় হবে। এ ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে যাবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাজল চ্যাটার্জী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেড এম উজ্জল।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ আরফান উদ্দিন, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সহসভাপতি মাস্টার আবুল মনসুর তুহিন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া ও বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফরিদা আক্তারসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ