মামা-ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে’ এই প্রবাদবাক্যটি যেন কাল হয়ে দাঁড়িয়েছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠে। শুধু তাই নয়, ভোটারদের মাঝে চলছে নানান জল্পনা-কল্পনা। কে বসবেন চেয়ারম্যানের চেয়ারে? মামা, নাকি ভাগ্নে। নাকি অন্য কোনো প্রার্থী।
বংশপরম্পরায় পাঁচগাছি ইউনিয়নে নেতৃত্ব দিতে মামা দুই বারের বিজয়ী সাবেক চেয়ারম্যান আলহাজ আমীর হোসেন ব্যাপারীর যেমন সুনাম রয়েছে। তেমনি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টারের সুযোগ্য পুত্র মো. লতিফুর রহমান ভজুর জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। এবার তারা দুইজনই ইউপি চেয়ারম্যান প্রার্থী। মামা ভাগ্নেকে ও ভাগ্নে মামাকে এই নির্বাচনে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন। প্রেস্টিজের এ লড়াইয়ে উভয়ের মধ্যে মামা-ভাগ্নে সম্পর্কটা যেন আপাতত আপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলহাজ আমীর হোসেন ব্যাপারী নৌকা প্রতীক নিয়ে মাঠে আছেন। অপরদিকে একই পদে ভাগ্নে লতিফুর রহমান ভজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা নিয়ে মামাকে হারাতে মাঠ চষে বেড়াচ্ছেন।
এ অবস্থায় কেউ মাঠ ছাড়তে নারাজ। দিন যতই ঘনিয়ে আসতেছে মামা-ভাগ্নের দৌড়ঝাঁপ ততই তুঙ্গে উঠছে। এ পরিস্থিতিতে মামা-ভাগ্নের জনপ্রিয়তা সমানে সমান হলেও অপর প্রার্থীরাও বসে নেই। সুযোগের সদ্ব্যবহারে নিজ নিজ অবস্থান থেকে চেয়ারম্যান পদের চেয়ারে বসতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও তিন প্রার্থী।