গাইবান্ধার পলাশবাড়ী তে গত ১৯ নভেম্বর শুক্রবার আদালতের আদেশ অমান্য করে নির্মাণ শিরোনামের জাতীয়, আন্ঞ্চলিক পত্রিকা এবং গণযোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটির দৃষ্টিগোচর হওয়ায় ভুক্তভোগী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী গাইবান্ধাস পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত হাফিজার রহমানের পুত্র গোলাম ফারুক সরকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমি প্রায় দু'বছর আগে গাইবান্ধা সদরের মাষ্টারপাড়া এলাকার মৃত্য গোলাম মোহাম্মদের স্ত্রী আলহাজ্ব নুর জাহান নাজনীন এর নিকট হতে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের হাসনে পাড়া মৌজার বি আর এস ৪৩৮ ও ৪৩৯ দাগ জে এল নং ১২৯ জমির পরিমান ২১ শতাংশ যাহার দলিল নং ৫২৭/২১ আদেশ নং ১০৭৮। উক্ত জমি ক্রয়ের পর হইতে ভোগদখলকরে বসবাস করিয়া আসিতেছি।
যার ফলে ঈর্ষান্বিত হয়ে হাসনে পাড়া গ্রামের প্রতিপক্ষ গোফগং আমাকে দীর্ঘদিন থেকেই প্রান নাশের হুমকি- ধামকি,মামলার ভয় দেখিয়া আসিতেছে এমনকি উক্ত জমি নিজের দাবী করেন।এরই ধারাবাহিকতায় গোফ্ফার গং গত শুক্রবার থানা পুলিশ সহ আমাকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ সম্মেলন করেন। আমি উল্লেখিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে তার সাথে আফজাল হোসেন সরকার, তারেক আলী, খাজা মিয়া, সাকিবুল হাসান এরশাদ, ইনশাদ আলী ছাড়াও স্থানীয় প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।