শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান সরকারের সঞ্চালণায় ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জীবন আহমদ লিটন, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টন, প্রধান শিক্ষক সাইফুল আলম, আসাদুর রহমান খান, আব্দুল কাইয়ুম, ছানাউল হক রুবেল, কামরুজ্জামান খানসহ বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, অভিবাসীরা হচ্ছে আমাদের ভাই এবং বোন। তাদের শ্রম এবং ত্যাগের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতির সমৃদ্ধি হয়। অভিবাসীদের উন্নয়নের ক্ষেত্রে অনেক পদক্ষেপ নিচ্ছে সরকার। এ ক্ষেত্রে অভিবাসীদের প্রতি অনুরোধ, দালালের মাধ্যমে প্রবাসে যাবেন না।
দেশের মধ্যে অভিবাসীদের যে কোন সমস্যা-সমাধানে প্রশাসন অনেক আন্তরিক আছে। তবে আগামীর অভিবাসীগণ যেন সংশ্লিষ্ট দেশের ভাষা জ্ঞান সম্পর্কে ধারণা রাখেন এবং দালালদের খপ্পরে পড়ে প্রতারিত না হন সে ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।