নরসিংদী রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকার নিরঞ্জন সূত্রধরের বাড়িতে ব্রহ্মা পূজা, শীতলা পূজা ও কালী পূজা অনুষ্ঠিত হয় গতকাল ০২রা জানুয়ারি রবিবার বিকাল ০৫ ঘটিকায়।এ উপলক্ষ্যে 'শ্রী শ্রী ভোলানাথ কালীবাড়ি মন্দির' কমিটির উদ্যোগে এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও সনাতন ধর্মের আলোকে মানবধর্ম নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি প্রতিবছর মতো এইবারও অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করে থাকেন মৃদুল সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক নরসিংদী শহর হিন্দু মহাজোট।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষ্ণ কান্ত আচার্য্য, ধর্ম বিষয়ক সম্পাদক নরসিংদী শহর হিন্দু মহাজোট।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন সুব্রত কুমার দাস, সদস্য সচিব নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ।অসিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদ।তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদ।কিশোর কুমার বর্মন,যুব বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।অজয় ভৌমিক,ভারপ্রাপ্ত সভাপতি নরসিংদী জেলা হিন্দু মহাজোট।পঙ্কজ বিশ্বাস, গীতা শিক্ষক পুবেরচর গীতা শিক্ষা স্কুল সহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু মহাজোটের নেতাকর্মী।আরও উপস্থিত ছিলেন হিন্দু সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা ও মেধাবী গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ শেষে সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।