"ক্রীড়াই শক্তি ক্রীড়ায় বল,ফুটবল আর ভলিবল"
এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামে সেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন " বিবেক ২১" আয়োজিত ভলিবল টুর্নামেন্ট-২০২২’ উদ্বোধন করা হয়েছে।
এতে অংশগ্রহণ করেছে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কাঁচিচর গ্রামের বিভিন্ন পাড়া থেকে খেলোয়াড় বাছাই করে চূড়ান্ত পর্যায়ে ৪ টি টিম বাছাই করে প্রত্যেক টিমের দলনেতার হাতে ভলিবল, নেট সামগ্রী হস্তান্তর করা হয়।
উদ্বোধনী খেলায় অংশ নেয় কাঁচিচর সানরাইজ (হলুদ জার্সি) বনাম কাঁচিচর সূর্যতরুণ ক্লাব (সবুজ জার্সি)।আগামী ২৬ ই মার্চ এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হবে।
উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিবেক ২১ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব বিমল চন্দ্র ও জনাব নুর ইসলাম মাষ্টার বলেন, যুব সমাজ ক্রীড়া থেকে দূরে সরে যাওয়ায় বিভিন্ন মাদক ও খারাপ নেশায় ঝুকে যাচ্ছে সেজন্য তাদের সুস্থ ধারায় ফেরাতে এ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছি।
খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে ভলিবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক জনাব বিমল চন্দ্র এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব নুর ইসলাম মাষ্টার,সাবেক মেম্বার জনাব মোঃ জয়নাল, সাঈদ খান, জুলফিকার আলী, নুর আলম প্রমুখ।
এছাড়াও অনলাইনে সংযুক্ত হয়েছেন বিবেক ২১ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ববিতা সিদ্দিকা, ইঞ্জি জাহাঙ্গীর আলম, জাহিদ জুয়েল, এরশাদুল হক, বেলাল আহমেদ, রোকন খান, মামুন, খোরশেদ প্রমুখ
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উদ্বোধনী খেলায় অংশগ্রহনকারী খেলোয়াড়দের সাথে পরিচিত হন।আয়োজক কমিটি জানান, প্রতিদিন একটি করে খেলা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ই মার্চ।
উল্লেখ্য বিবেক ২১ স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন এর যাত্রা শুরু হয়েছে গত ১৬ ই মে ২০২১