কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইদুর মারার বিষ খেয়ে তিন সন্তানের জনক মজিবর রহমান (৪০) নামের এক ব্যক্তির আত্মহত্যার করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইক ডাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের দীন উদ্দিনের ছেলে
পারিবারিক সূত্র জানা গেছে, তিন সন্তান ও স্ত্রীর ভরন-পোষন করতে হিমশিম খাচ্ছিল মজিবর, সংসার নানা টানাপোড়নের মধ্য দিয়ে চলছিল। বিভিন্ন কারণে পরিবারের সাথে তার মনোমালিন্য তৈরি হয়।
স্থানীয়দের তথ্যমতে আরও জানা যায়, পরিবারে স্বামী-স্ত্রীর কলহ চলছিল। এই কলহের জের ধরে এক পর্যায়ে সে সবার অগোচরে ইদুর মারার সাদ্দাম গ্যাস নামক বিষের ট্যাবলেট খেয়ে নিজ বাড়ী পাইকেরছড়া ইউনিয়নের পাইক ডাঙ্গার উদ্দেশ্যে চলে যায়, নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হলে এবং বিষের তীব্র যন্ত্রনা শুরু হলে বিষয়টি শ্বশুড়বাড়িতেও জানতে পারে, পরিবারের লোকজন টের পেলে গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে সময় তাকে দ্রুত ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যায়, পরে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ১০ টার দিকে তার মৃত্যু হয় ।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে, সে মেডিকেলেই মারা গেছে এবং মেডিকেল থেকে মতামত দিয়েছে যে, বিষ পানে তার মৃত্যু হয়েছে।