কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে প্রতিবারের ন্যায় এবারেও অনুষ্ঠিত হলো রমজানের ঐতিহ্যবাহী র্যালী ও সমাবেশ।মূলতঃ রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ব্যক্তি ও সমাজ জীবনে রোজার শিক্ষা গ্রহনের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মানে উদ্দেশ্যে জনগণ কে সচেতন করতে ই, অনুষ্ঠিত হয় উক্ত র্যালীটি। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মোগলবাসা আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত র্যালীটি ঐতিহ্যবাহী খেলার মাঠ নুরানি ও হাফিজীয়া মাদ্রাসায় শুরু হয়ে মোগলবাসার প্রধান প্রধান সড়ক ও মোগলবাসা বাজার প্রদক্ষিন শেষে সাতকুড়ার পাড় করিমন নেসা নুরানি ও হাফিজীয়া মাদ্রাসায় সংক্ষিপ্ত সমাবেশর মাধ্যমে শেষ হয়।
সামাজিক সংগঠন মোগলবাসা আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জনাব মোঃ মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব হাফেজ মাওলানা মোঃ উমর ফারুক। আমন্ত্রিত অতিথি সকলকে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেয়ারআহবান জানান।
সভাপতি মোঃ মুকুল মিয়া, তার সভাপতির বক্তব্যে - মুছল্লিগন যাতে নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে রমজানের ফরজ রোজা যথাযথ ভাবে আদায় করতে পারে, তার পরিবেশ সৃষ্টির জন্য সকলের প্রতি উদাত্ত্ব আহবান জানান।
উক্ত র্যালী ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ রবীউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া মাসুদ,হাফেজ মোঃ আবু বকর দিদ্দিক, হাফেজ মোঃ আতিকুল রহমান, হাফেজ মোঃ হাবিবউল্লাহ, হাফেজ মোঃ আলতাফ হোসেন প্রমূখ।শৃংখলা ও আপ্যায়নে দায়িত্ব পালন করেন মোঃ মন্জুরুল ইসলাম, মোঃ কাইয়ুম ও মোঃ সাইফুল ইসলাম শাকিল।