বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, কুড়িগ্রাম সদর উপজেলা শাখার উদ্যোগে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর হাসপাতাল মোড়স্ত হোটেল কাঁচা লংকায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল।
কুড়িগ্রাম সদর উপজেলা শাখার প্রধান স্বেচ্ছাসেবক মোঃ মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন দিক ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কুড়িগ্রাম জেলা শাখার সহ প্রধান স্বেচ্ছাসেবক মোঃ মামুনুর রশীদ কাজল,রাজারহাট উপজেলা প্রধান ডাঃ মোঃ আব্দুর রফিক সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
কুড়িগ্রাম সদর উপজেলা শাখার প্রধান স্বেচ্ছাসেবক মোঃ মুকুল মিয়া তার সভাপতির বক্তব্যে- দেশ ও জাতির কল্যাণে বিশেষ করে চরাণ্ঞলের অসহায় শ্রম জীবি মানুষের পাশে সবাই কে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। তিনি আরো জানান- দ্রব্যমূল্যের উর্ধগতিতে নিম্ন আয়ের মানুষ গুলো আজ পবিত্র মাহে রমজান মাসে খুবই কষ্টে দিনাতিপাত করছে। সকল ভেদাভেদ ভুলে স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের পতাকা তলে আবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার আহবান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ী প্রতিনিধি মোজাম্মেল হক বাবু,বেলগাছা প্রতিনিধি কলি আক্তার, মোগলবাসা প্রতিনিধি মনজুরুল আল ইসলাম, পাঁচগাছি প্রতিনিধি সাংবাদিক ফজলুল করিম ফারাজী, ভোগভাংগা প্রতিনিধি তৈবুর রহমান, কুড়িগ্রাম পৌরসভা প্রতিনিধি আসাদুজ্জামান আপেল সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকবৃন্দ আরো অনেকেই।
দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনাকরে বিশেষ দোয়া - মুনাজাত পরিচালনা করেন জনাব মোঃ তৈবুর রহমান।