বাগেরহাটের শরণখোলায় তৃত্বীয় পর্যায়ে জমিসহ ঘর পাবেন ভ‚মিহীন ও গৃহহীন ২০ পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাথে একযোগে ভার্চুয়ালি যোগদিয়ে অনুষ্ঠানিকভাবে শরনখোলার ভ‚মিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর হস্তান্ত করবেন। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী তার কার্যালয়ে এক প্রেসব্রিফিং করার পরে উপজেলার বি-ধানসাগরে নির্মিত ঘর সাংবাদিকদের পরিদর্শন করান তিনি। এসময় উপস্থিত ছিলেন, শরনখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাংবাদিক আমিনুল ইসলাম সাগর প্রমুখ।
ইউএনও জানান, উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে প্রকৃত ভ‚মিহীন ও গৃহহীন যাচাই-বাছাই করে ২০জনকে তালিকাভূক্ত করা হয়েছে। এরপর বি-ধানসাগরে এই আশ্রায়ন প্রকল্পের প্রত্যেককে দুই শতক করে জমিসহ সেমিপাকা ঘর নির্মান করে দেয়া হয়েছে। প্রতিটি ঘরে বারান্দাসহ দুইটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম রয়েছে।
এছাড়া বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যাবস্থা করে দেয়া হবে। এর আগে শরণখোলায় ২০৬ জন ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া উপজেলা পরিষদের সন্নিকটে দুই একর জমি ক্রয় করা হয়েছে সেখানে ৮০টি পরিবারকে পূর্নবাসন করার প্রক্রিয়ায় রয়েছে। ###