কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি জেলা প্রতিনিধি :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেস্ঠ পুত্র বীর মুক্তিযুদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজাপুরে কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার সকাল ১০টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ,উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান ও সুধী বৃন্দ।
পরে রাজাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরউজ্জামান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন , মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল।বক্তব্য রাখেন -,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, এ এইচ, এম খায়রুল আলম সরফরাজ ,প্রানী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমজদার, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় , রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান,মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন, বীরমুক্তি যোদ্ধা আলহাজ নুরুল ইসলাম খলিফা,সাবেক অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা।অনুস্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিশেষে দোয়া ও মিলাদে মোনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহআলম প্রমুখ