নরসিংদীর মনোহরদীতে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় ও অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মনোহরদী থানা পুলিশের আয়োজনে ড্রেনেরঘাট জে.আর.এস কিন্ডারগার্ডেন স্কুল প্রাঙ্গণে এই আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে মত বিনিময় ও অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়।
সভায় লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. মেজবাহ উদ্দিন।
এসময় এলাকায় চুরি, ডাকাতি, জুয়া ও মাদক সকল ধরণের অপরাধগুলো দমন ও প্রতিরোধ সম্পর্কে পুলিশের সাথে জনগণের মত বিনিময় ও আলোচনা হয় । লেবুতলা ও খিদিরপুর ইউনিয়ন দুটো সীমান্তবর্তী হওয়ায় এলাকার কোন কোন পয়েন্ট চুর-ডাকাতদের অভয়ারণ্য হিসেবে ব্যাবহৃত হয় তা চিহ্নিত করে নজড় বাড়ানো এবং ঢাকা-কিশোরগজ্ঞ হাইওয়েতে ড্রেনেরঘাটে আগামীকাল বুধবার হতে পুলিশ চেকপোস্ট বসানোর আশ্বাস দেন সার্কেল এএসপি মেজবাহ উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, মনোহরদী থানা পুলিশ পরিদর্শক মো. জহিরুল আলম, রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী, খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাউসার রশিদ বিপ্লব, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল। এছাড়াও এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।