"দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় মনোহরদীতেও অগ্নি নির্বাপক জোড়দার, মানুষের মাঝে সচেতনতা বাড়ানো, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদযাপিত হয়েছে। ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে নরসিংদীর মনোহরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয় চত্বরে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করা হয়।
পতাকা উত্তোলন শেষে মনোহরদী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে অগ্নি নির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সদস্যদের নিয়ে সচেতনামূলক কুচকাওয়াজ প্রদর্শন করেন।
মনোহরদী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আমরা বিভিন্ন এলাকার বাজার, শপিংমল, কলকারখানায় গিয়ে মহড়া ও গণসংযোগ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট বিতরণের মাধ্যমে জনগনের মাঝে দিবসের তাৎপর্য তুলে ধরা হবে। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ সফল করতে সব শ্রেনি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক, গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।