দীর্ঘ আড়াই বছর পর কুড়িগ্রামের সীমান্তবর্তী রাজিবপুর উপজেলার রাজিবপুর বালিয়ামারী - কালাইয়েরচর সীমান্তে বাংলাদেশ-ভারত বর্ডার হাটটি চালু হয়েছে। বৈঠকে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পুনরায় সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বর্ডার হাটটি জেলার রাজিবপুর উপজেলাধীন বালিয়ামারী এবং ভারতের মেঘালয় রাজ্যের কালাইয়ের চরে ১০৭২ আন্তর্জাতিক পিলারের ১৯ নম্বর সাব পিলারের কাছে জিরো পয়েন্টে অবস্থিত।
বুধবার ৩০ নভেম্বর সকালে বর্ডার হাটের দুদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির লিখিত চুক্তির মাধ্য এ হাটের আনুষ্ঠানিকতা ঘোষনা হয়।
জানা গেছে,২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ার কথা বিবেচনায় এনে বর্ডার হাটের কার্যক্রম বন্ধ রাখা হয়। এরপর দুদেশের মধ্যে দফাদফায় বন্যার হওয়ায় হাটের কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছিল না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উভয় দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে হাট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটি।
বর্ডার হাট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো,থানা অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, ইউপি সদস্য ফরিজল হক সহ আরো অনেকেই।
বর্ডার হাটের তালিকাভুক্ত ব্যবসায়ী ফজর আলী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। বন্যায় হাটের কিছু স্থানে এবং যাতায়াতের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন হাট চালু হওয়ায় আমরা খুশি। কেননা এখানে ব্যবসা করে দুই টাকা হলেও আয় করতে পারি। তবে পণ্য এবং ক্রেতার সংখ্যা আরও বাড়ালে উভয় দেশের ব্যবসায়ী ও ক্রেতারা লাভবান হবেন বলে জানান তিনি।
রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিয় চক্রবর্তী বলেন,আজ বর্ডার হাট চালু হলো।এতে ভারত-বাংলাদেশ দুদেশের ব্যবসায়ী ও ক্রেতাসহ ২ হাজার কৃষক উপকৃত হবেন। গত ১৬ নভেম্বর উভয় দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব প্রস্তুতি শেষ করে আজ ৩০ নভেম্বর হাটটি আবারও চালু করা হয়েছে বলে জানান তিনি।