কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় দু-জনকে আটক করেছে পুলিশ। এসময় পালিয়ে গেছে আরও দু-জন।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে কচাকাটার শিশু নিকেতন স্কুলের পিছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কচাকাটার ইসলাম পুর এলাকার শরিয়তউল্ল্যাহ ছেলে এরশাদুল আলী (৩৫) ও শিবের হাট এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ ফজলু মিয়া (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটার শিশু নিকেতন কেজি স্কুলের পিছন বিকেলে জুয়া খেলার অবস্থায় দুই জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা জুয়া খেলায় ব্যবহৃত ৬ হাজার ৪০টাকা ও এক সেট তাস উদ্ধার করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় দুইজনকে আটক করা হয়েছে। আরও দুইজন পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে আগামীকাল রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।