কুড়িগ্রাম দুই মেয়ের একসাথে এইচএসসি পরীক্ষায় ফেল করার খবর শুনে বাবা মোঃ আব্দুল গফফার( ৫৪) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।তিনি দলদলিয়া দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।মেয়ে গিনি ও পিংকি রাজারহাট ডিগ্রি কলেজ থেকে এবার এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
বুধবার বিকেলে উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি মৌজার বাহা বন্ধ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান,বুধবার সকালে আব্দুল গফফারের দুই মেয়ে পিংকি ও গিনির এইচ এসসি পরীক্ষার ফলাফল নিতে গিয়ে জানতে পায় দু বোনই ফেল করে।পরে গিনি আর পিংকি দু বোন বাড়তে এসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। এতে গিনি আর পিংকির বাবা মাদ্রাসার শিক্ষক আব্দুল গাফফার মিয়া মেয়েদের ফেল করার কথা জানতে পেরে চিন্তায় অস্থির হয়ে পড়েন।ওই সময় বিলাপ করতে করতে বলেন আমি কিভাবে এদের বিয়ে দিব।একথা বলার পড়েই মেঝেতে পড়ে বাড়িতেই মারা যান।স্থানীয় চিকিৎসকরা জানান হৃদযন্ত্রের বন্ধে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান মুন্সি বলেন, উনি দীর্ঘদিন যাবত হার্টের অসুস্থতায় ভূগছিলেন। কাল তার দুই মেয়ের ফেলের খবর শুনে অসুস্থ হয়ে মেঝেতে পরে যান এবং তার মৃত্যু হয়। আজ নয়টায় জানাজা ও দাফন হয়েছে।
দলাদলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।