২০২২-২৩ সেশনের জন্য সরকারি-বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে এ আবেদন শুরু হয়। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কার্যক্রম শেষে ১০ মার্চ হবে পরীক্ষা।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ এবং পুনর্নিরীক্ষণ ডিজিটাল প্রক্রিয়ায় করা হবে। উত্তরপত্র ‘ওএমআর বা আইসিআর’ মেশিনে পরীক্ষা করা হবে।