নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে নদীর তীর ও রাস্তার পাশে হতে মাটি কেটে নেয়ায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের কোচের চর ও কেরানী নগর গ্রামের নদীর পাড় ও রাস্তার পাশ হতে এক্সাভেটর দিয়ে মাটি কেটে নেয়া হচ্ছিলো। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিেস্ট্রট ইসরাত জাহান মঙ্গলবার রাতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। ঘটনাস্থেল গিয়ে হাতেনাতে পেয়ে তাদের জরিমানা করা হয়েছে।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, দৌলতপুর ইউনিয়নের কোচের চর ও কেরানী নগর গ্রামের নদীর পাড় ও রাস্তার পাশ হতে অবৈধভাবে এক্সাভেটর দিয়ে মাটি কেটে নেয়ার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দুইজন কে দুটি ভিন্ন ভিন্ন মামলায় ভ্রাম্যমাণ আদালত কেরানী নগর গ্রামের বালু ব্যবসায়ী আসাদ উল্লাহ, কোচের চর গ্রামের মোল্লা সাইফুলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সারা উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।