কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে ফসলের খেত নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষি মোঃ নুরুজ্জামান। উপজেলা সদরের উত্তর বারবাকপুর এলাকায় চাষি নুরুজ্জামান এর খেতে বিভিন্ন প্রজাতির শীতকালিন সবজির গাছগুলো মরে যাওয়ায় বিপাকে পরেছেন তিনি। এ ব্যাপারে চাষি নুরুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, একই এলাকার মৃত আব্দুল হক হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম,হাবিল ও মিজানুর রহমানের সাথে নুরুজ্জামানের কথার কাটাকাটি হওয়ায় তাকে শাররিক নির্যাতন না করতে পেরে প্রতিপক্ষরা নুরুজ্জামানের ফসলের খেতে বিষাক্ত জাতীয় ঔসুধ দিয়ে ফলমুল সহ সবজির গাছ নষ্ট করে ফেলে।
ভুক্তভোগী নুরুজ্জামান বলেন, এই ফসলের খেত থেকে আমি উপার্জন করে সংসার চালাতাম। ফসলের খেত নষ্ট হওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি।
এ ব্যাপারে মুঠো ফোনে মিজানুর রহমান রহমানের কাছে জানতে চাইলে তিনি
অভিযোগ অস্বিকার করে বলেন,এ বিষয়ে আমি কিছুই জানিনা। হয়ত তৃতীয় পক্ষের কেউ এ কাজ করে আমাদের ফাঁসাতে চাচ্ছে।