নরসিংদীর মনোহরদীতে পাঁচ ফার্মাসিকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মনোহরদী হাসপাতাল সংলগ্ন ও বাজার এলাকার ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন মোড়কযুক্ত ঔষধ বিক্রির অপরাধে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনোহরদী হাসপাতাল সংলগ্ন ও বাজার এলাকায় ফার্মেসিগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন মোড়কযুক্ত ঔষধ বিক্রির অপরাধে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯" এর ৫১ ও ৩৭ ধারায় মনোহরদী বাজারের "আব্দুল্লাহ ফার্মেসি, মডেল ফার্মেসি, বিউটি মেডিকেল হল, মডেল ফার্মেসি (২) ও হাসপাতাল সংলগ্ন মাসুদ ফার্মেসিসহ পাঁচ ফার্মেসি মালিককে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, "ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তাদের সেবা নিশ্চতকল্প ও বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় ছিলেন, মনোহরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শাহনেওয়াজ, সার্টিফিকেট সহকারী মো. সজিব ফকির, মো. জাহাঙ্গীর আলম, টুটুল ভাস্পর, মো. নাসির উদ্দিন ও মনোহরদী থানা পুলিশ ফোর্স ।