ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের জেরে ঘুমের ওষুধ খাইয়ে হাত-পা বেঁধে অটোচালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী সাপিয়া বেগমকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে জেলার রাজাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা আব্দুর রহমান তালুকদারের ছেলে অটোচালক মো. রবিউল আউয়াল তালুকদারের (৩২) সঙ্গে তার স্ত্রী সাফিয়া তালুকদারের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জের ধরে রোববার রাতে ঘুমন্ত অবস্থায় রবিউলকে গলায় ছুরি চালিয়ে তার স্ত্রী হত্যা করে।
নিহতের ৯ম শ্রেণি পড়ুয়া ছেলে রাফিন জানান, ৩ মাস আগে আঙ্গারিয়া গ্রামের এক নারীকে বিয়ে করেন তার বাবা। পরে কিস্তি উঠানোর কথা বলে তার মায়ের স্বাক্ষর নিয়ে ৪ শতাংশ জমি লিখে দেয়। গত সপ্তাহ খানেক আগে বিষয়টি জানতে পেরে এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হতো।
রাফিন আরও জানান, ছাগলে গাছ খাওয়া নিয়ে রোববার রাতে তার মা সাপিয়াকে মারধর করে বাবা আওয়াল। পরে রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলে রাতে তার বাবাকে জবাই করে হত্যা করে তার মা।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, রাতেই সাফিয়াকে আটক করা হয়েছে। লাশ রাতে উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় একজনকে আসামী করে হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।মামলা নং ৪ তারিখ ১৩/৩/২৩।
মামলার আইও এসআই মামুন বলেন-ঘাতক সাফিয়া জবানবন্দী স্বীকারোক্তি দিয়েছে