“দেশের একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া এ প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে নরসিংদীর মনোহরদী উপজেলায়। এরই মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় এসেছেন উপজেলার ১৭৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবার।
গত বুধবার (২২ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে ভূমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন এবং মনোহরদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
চতুর্থ পর্যায়ে উপজেলার আরও ৩৫জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। সেইসাথে এ উপজেলায় "ক" শ্রেণীর আর ভূমিহীন ও গৃহহীন যাচাই বাছাইয়ে পাওয়া না যাওয়ায় মনোহরদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, দেশের প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারা দেশে ভূমিহীন-গৃহহীন “ক” শ্রেণির পরিবারের গৃহ প্রদান করা হয়েছে মোট ৪টি পর্যায়ে। নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে যথাক্রমে ৪৫, ০৫, ১২৩ ও ৩৫ জন “ক” শ্রেণির ভূমিহীন-গৃহহীনদের যাচাই-বাছাই পূর্বক মোট ২০৮ টি গৃহ প্রদান করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীন এসব মানুষের স্বপ্ন পূরণ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। যার মাধ্যমে এসব পরিবার পেলো মাথা গোঁজার ঠাঁই, হয়েছে স্থায়ী ঠিকানা। এছাড়াও অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে তাদের আত্মকর্মসংস্থানের জন্যও নেয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. এমএস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবী, মনোহরদী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুল হাসান মাহমুদ, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপকারভোগী প্রমুখ।