মনোহরদী ও বেলাবতে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম মাহে রমজান উপলক্ষে চব্বিশত কোরআন শরিফ বিতরন করেন।
নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই কুরআন শরীফ বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম।
তিনি মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে এই কার্যক্রম শুরু করে ১৯ মার্চ রবিবার মনোহরদীর বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের জামালপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের মাঝে এই কুরআন শরীফ বিতরণ করেন। মনোহরদী ও বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় সব গুলো মাদ্রাসায় তার ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত ২৪০০ কুরআন শরীফ বিতরণ করেন।
এসময় কাজী মো. মাজহারুল ইসলাম বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে গরিব দুস্থ অসহায় মানুষকে শীতবস্ত্র, ঈদের সময় প্রয়েজনীয় ঈদ বাজার, কাপড় বিতরণ করে আসছি। এছাড়াও আমরা করোনা কালীন সময়ে কর্মহীন মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছি। এলাকার অসহায় গরীব দুস্থ মহিলাদের কে ১২০ টি সেলাই মেশিন, প্রতিবন্ধীদেরকে ১৩০ টি হুইল চেয়ার বিতরণ করেছি। এখানে উল্লেখ্য যে মনোহরদী ও বেলাব উপজেলায় প্রায় দশ হাজারের অধিক বঙ্গবন্ধুর আত্মজীবনী নেতাকর্মীদের মাঝে বিতরণ করেছি। আমি সব সময়ই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। সাধারণ মানুষের পাশে ছিলাম আছি ও থাকবো ইনশাআল্লাহ। সকলের দোয়াতে আমার এমন কার্যক্রম আগামীতে ও চলমান থাকবে।