ঈদুল ফিতর উপলক্ষে "মোস্তাঈন মোশন" টীম এর পক্ষ থেকে নতুন পোশাক, নগদ অর্থ এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে "মোস্তাঈন মোশন" (Mostain Motion) টীম এর পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে নতুন পোশাক সহ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ... শে এপ্রিল ২০২৩ইং রোজ.... বার কুড়িগ্রাম জেলায় সদর, রাজারহাট, নাগেশ্বরী, কচাকাটা সহ আরো কয়েকটি স্থানে সুবিধা বঞ্চিত প্রায় ১০০ পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ সহ ৬০ জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের বাজার, উপহার সামগ্রী সহ নগত অর্থ তুলে দেন সেচ্ছাসেবী সংগঠন "মোস্তাঈন মোশন" (Mostain Motion) টীম এর কুড়িগ্রাম জেলার সদস্যরা।
মুফতি মুহম্মদ মাকনুন আলী তালুকদার এর তত্ত্বাবধানে এ কাজে অংশগ্রহণ করেন, হাফিজ মুহম্মদ আবু তাহির। হাফিজ মুহম্মদ আলী। হাফিজ মুহম্মদ রাসেল ইসলাম। সাইয়্যিদ আহমাদুর রহমান। মুহম্মদ সোহানুর রহমান। মুহম্মদ মাহমুদ আল হাসান। মুহম্মদ সৌরভ ইসলাম। আয়েশা শাহরিয়ার। মোশ্তারী তালুকদার সহ কুড়িগ্রাম জেলার আরো কয়েকজন সেচ্ছাসেবী।
এ সময় "মোস্তাঈন মোশন" (Mostain Motion) টীমের প্রধান পরিচালক মাওলানা ক্বারী আহমদ তালুকদার বলেন, আমাদের উদ্দেশ্য এসব সুবিধা বঞ্চিত, অসহায় পথশিশুরা যেনো ঈদের দিনে অন্তত নতুন পোশাক পড়তে পারে। অসহায় পরিবার গুলো যেনো অন্তত ঈদের দিনটা ভালোমন্দ কিছু খেতে পারেন। ঈদের আনন্দ সবার মাঝে যেনো ছড়িয়ে পরে। ঈদের দিনে যেনো এই মুখ গুলোতে হাসি ফুটে ওঠে এটাই আমাদের মূল উদ্দেশ্য। তবেই আমাদের স্বার্থকতা।
এসময় বিত্তবান ধনী লোকেদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এসব পথশিশু সহ অসহায় মানুষের হক্ব বিত্তবান সম্পদশালীদের ধন সম্পদে রয়েছে, যা পথশিশু এবং অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেয়া অত্যাবশ্যক।
কুড়িগ্রাম জেলা ছাড়াও "মোস্তাইন মোশন" টীমের পক্ষ থেকে লালমনিহাট জেলার গোকুন্ডা ইউনিয়ন, মহেন্দ্র নগর, বড়বাড়ী, রেলস্টেশন সহ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুবিধা বঞ্চিত প্রায় ১০০ পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ সহ ৫০ জন অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদের বাজার উপহার সামগ্রী সহ নগত অর্থ তুলে দেন সেচ্ছাসেবী সংগঠন "মোস্তাঈন মোশন" (Mostain Motion) টীম এর সদস্যরা।
ডাঃ মুহম্মদ খায়রুল ইসলাম এর তত্ত্বাবধানে এ কাজে অংশগ্রহণ করেন টিমের লালমনিরহাট প্রতিনিধি হাফিজ মুহম্মদ হাবীবুল্লাহ আল হাদী। এইচ এম আব্দুল্লাহ আল আমীন আজাদী। হাফিজ মুহম্মদ আনাস আলী। হাফিজ মুহম্মদ খাদিমুল ইসলাম (মারুফ)। রিফাত তামান্না (খুশবু) সহ আরো কয়েক সেচ্ছাসেবী।