আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এদেশের প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করে গড়ে তোলা।
রোববার সকালে ঝালকাঠির স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে প্রথমবারের মতো আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি বলেন, বৃত্তিমূলক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারলে এদেশে কেউ বেকার থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হলে এদেশের প্রতিটি মানুষ দ্রুত সব সেবা পাবে এবং কোন দুর্নীতি হবে না।
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিজিটাল কানেক্টিভিটি তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক প্রণব কুমার সাহা, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রকল্প পরিচালক এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ও বিভাগীয় এস এ এম রফিকুল নবী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।
মেলায় দেশের শীর্ষস্থানীয় ২০টিরও বেশি আইটি কোম্পানি অংশ নেয়। আগ্রহী চাকরি প্রত্যাশীরা মেলায় ঐচ্ছিক আবেদন, ইন্টারভিউ এবং স্ক্রিনিংয়ের পরে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও, তরুণরা মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে সেমিনার এবং আলোচনায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। এছারাও জেলার ২২ জন জনসফলনারী উদ্যোক্তাকে ৫০,০০০ টাকার চেক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, প্রার্থীর যাত্রার শুরুতে কর্মসংস্থানের উপস্থিতি সংগঠন, কর্মসংস্থানের পেছনে না থেকে, বেকারত্ব কমাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জেলা প্রশাসনের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এবং এ আইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে এ মেলার আয়োজন করে।