পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে বানিয়াচঙ্গে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের হলরুমে কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বানিয়াচং উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া।
আগামী ৬ মাসের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর মোঃ শাহজাহান মিয়া।
বক্তব্য রাখেন কমিটির সদস্য ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার উপসম্পাদক রায়হান উদ্দিন সুমন, কমিটির ভাইস চেয়ারম্যান কবি ও সমাজকর্মী সৈয়দ মিজান উদ্দিন পলাশ, কমিটির ভাইস চেয়ারম্যান ও বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, কমিটির সদস্য ও বিটিভির তালিকাভুক্ত কণ্ঠশিল্পী একে আজাদ, কমিটির যুগ্ম সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, সদস্য ও বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রুবিনা আক্তার রুবি, সদস্য জুবায়ের খান, হৃদয় হাসান শিশির, নিবিড় আহমেদ তৌকির, মেহেদী ওরফে অনিক হিজরা, নাজিরা আক্তার নিলি, হোসনা আক্তার, তামান্না আক্তার, রুবি আক্তার, হেনা আক্তার পলি, টুম্পা আক্তার, জুমারা আক্তার, মারজিয়া খানম পলি প্রমূখ। সভায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য প্রভাষক সামায়ূন ঠাকুর যুক্তরাজ্য গমন করায় তাঁর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়।
উল্লেখ্য, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় হবিগঞ্জ জেলার ৯টি উপজেলাসহ দেশের ৭৩টি উপজেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটিকে নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সকল কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে এনজিও ওয়েভ ফাউন্ডেশন।