গাজীপুরের কাপাসিয়ার বারিষাব (বেলতলি) বাজার থেকে রাতে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এক স্কুল শিক্ষক মারাত্মক আহত হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, বারিষাব (বেলতলি) বাজারের ব্যবসায়ী ও জনতার একাধিক মানব বন্ধন ও বিক্ষোভে উত্তাল এখন বারিষাব অঞ্চল।
জানা যায়, কাপাসিয়ার চর-দুর্লভ খান আঃ হাই সরকার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নূরুল ইসলামের উপর গত রোববার রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। এতে হামলার শিকার স্কুল শিক্ষক মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এই হামলার বিচারের দাবীতে (২৫ আগষ্ট) শুক্রবার কাপাসিয়ার বারিষাব বাজারে উক্ত স্কুলের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। একই ঘটনার বিচার দাবীতে গতকাল সেখানে বাজারের ব্যবসায়ী, অভিভাবক ও জনতার উদ্দোগে অপর একটি পৃথক কর্মসূচী পালিত হয়।
এছাড়াও এর আগে গত বুধবার বারিষাব স্কুলের শিক্ষার্থীদের উদ্দোগে অনুরুপ একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচী পালিত হয়। গত মঙ্গলবার কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচী ও স্মারকলিপি পেশ করা হয়।
কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির এবিষয়ে জানান, ঘটনাটির ব্যাপারে পুলিশের তদন্ত অব্যহত রয়েছে। বিল্লাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।