কুড়িগ্রামে বৈদ্যুতিক খুঁটি চুরির মিথ্যা মামলা প্রত্যার ও স্বাভাকিভাবে কাজ করার দাবিতে সংবাদ সম্মেল করেছে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। রবিবার সকাল ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লি বিদ্যুৎ সমিতির ঠিকদারী প্রতিষ্ঠান মেসার্স যুধিষ্ঠির এন্টারপ্রাইজের সত্বাধিকারী চিত্তরঞ্জন রায় লিখিত বক্তব্যে বলেন, চলতি মাসের ১০ তারিখে লালমনিরহাট থেকে নিজস্ব প্রতিষ্ঠানে বৈদ্যুতিক খুঁটি আনার সময় কাঁঠালবাড়ী ইউনিয়নের নেপারদারগা বাজারের পাশে একদল চাঁদাবাজ গাড়ি আটকিয়ে চাঁদা দাবি করে।
আমি চাদা দিতে অস্বীকার করলে এগুলো চোরাই খুঁটি বলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বৈদ্যুতিক খুঁটিসহ আমার তিনজন লোককে থানায় নিয়ে গিয়ে মিথ্যা মামলা দায়ের করে। আমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে স্বাভাবিকভাবে কাজ করার দাবী জানাচ্ছি।
এঘটনায় দায়িত্বপ্রাপ্ত স্টোরকিপার সিরাজুল ইসলাম বলেন, বৈদ্যুতিক খুঁটিগুলো চোরাই নয়, আমাদের স্টোর থেকে বরাদ্দকৃত।
এ বিষয়ে উৎকোচ চাওয়ার কথা অস্বীকার করে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লি বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক খুঁটি চুরির ঘটনাটি সত্য। আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।