নরসিংদীর মনেহরদীতে বাজপাখির হামলায় এক মহল্লার শিশুসহ ৬ ব্যক্তি আহত হয়েছে। এছাড়াও পাখির ধাওয়ায় পালিয়ে বেঁচেছেন কম পক্ষে আরো ৬/৭ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামে।
আজ শুক্রবার সংবাদকর্মী সাইফুর নিশাত এই পাখির আক্রমণে আহত হয়।
গ্রামবাসী সূত্রে জানা যায়, মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের মৃত গেদু সরকারের বাড়ীর পুকুর পাড়ের বাঁশ ঝাড়ে প্রায় ২০/২৫ দিন আগে একটি বাজপাখি আশ্রয় নেয়। সেই থেকে পুকুর পাড়ের রাস্তা দিয়ে যাতায়াতের সময় হামলার স্বীকার হন এ পর্যন্ত ৬ জন। এছাড়াও আক্রমণের হাত থেকে দৌড়ে পালিয়ে বেঁচেছেন আরও ৬/৭ জন। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশী।
আহত সংবাদকর্মী সাইফুর নিশাদ জানান, পাখির ধারালো নখ ও ঠোঁটের আঘাতে তার ঘাড় ও মাথায় রক্তাক্ত জখম হয়েছে। ইতোপূর্বে এখান দিয়ে যাতায়াতকালে স্কুল শিক্ষার্থী আরমান, মীম ও লাবিবসহ ৬/৭ ব্যক্তি আহত হয়।
বাজপাখিটির এখানে ঠাঁই হবার এ পথে চলাচলকারীগন রীতিমতো আতঙ্কগ্রস্থ দিন যাপন করছেন বলে জানিয়েছেন গ্রামবাসী।