নরসিংদীর মনোহরদীতে এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ঐ মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। আহত ছাত্র মনোহরদী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালপার তালিমুল কোরআন ক্যাডেট কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঐ শিক্ষকের বিচার দাবি করে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন পরিবার।
অভিযুক্ত শিক্ষক জুবায়ের আহম্মেদ একই এলাকার শওকত আলীর ছেলে। তিনি তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক।
আহত তানজিম সিদ্দিক (১০) উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গত একমাস আগে তানজিম সিদ্দিক ওই মাদ্রাসায় ভর্তি হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, আহত ছাত্র একদিন মাদ্রাসায় না যাওয়ায় রাস্তায় ফেলে তাকে প্রথমে থাপ্পড় মারে শিক্ষক। পরে তাকে সাইকেল থেকে নামিয়ে বাঁশের লাঠি দিয়ে বেধরক মারধর করে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায় পরিবার।
এ বিষয়ে শিশু তানজিম সিদ্দকের দাদা মাওলানা আবু বক্কর ছিদ্দিক বলেন, 'আমার নাতিকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। ওই শিক্ষক বিভিন্ন সময় অনেক ছাত্রকে এভাবে পিটিয়ে আহত করেছে। আমি এর বিচার চাই।'
এছাড়াও তিনি বলেন, ওই শিক্ষকের উগ্র আচরণের কারণে সকল ছাত্র ও অভিবাবকরা আতংকে রয়েছে। এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাকে এইভাবে মারা আমার উচিৎ হয়নি। ঘটনার পর আমি আমার ছাত্রের বাড়িতে গিয়ে তার অভিবাকের কাছে ক্ষমা চেয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান বলেন, বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে তদন্ত করা হবে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।