সঞ্চয়পত্রের সুদহার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, তখন কেউ আর ব্যাংকে টাকা রাখবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যাংকিংখাতকে স্থিতিশীল করা যাবে কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশের টাকা-পয়সা নিয়ে অনেকেই বিদেশে চলে গেছে। এরকম ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটেনি। ব্যাংকখাতে কিছু সংস্কার সময়সাপেক্ষ, এটা আমরা করতে পারব না। এটা নির্বাচিত সরকার এসে করবে।
সালেহউদ্দিন আহমেদ জানান, ‘আর্থিকভাবে দুর্বল ১২টি ব্যাংককে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৫২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। এর আগে আরও ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এগুলো স্থায়ী সমাধান নয়। আমরা চেষ্টা করছি মাত্র।