স্টাফ রিপোর্টার : বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩ নং শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে ইউপি সদস্যকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ২৮ অক্টোবর সকাল ৯টায় শ্রীপুর বাজারে প্রকাশ্যে দিবালকে চেয়ারম্যান হারুন অর রশিদ ওরফে হারুন মোল্লা ইউপি সদস্য নোমান মোল্লাকে লাঞ্ছিত করে।
অভিযোগকারী ৪নং বাহেরচর ইউপি সদস্য নোমান মোল্লা বলেন, সকালে শ্রীপুর বাজারে অারো ৩/৪ জন ইউপি সদস্য কথা বলছিলাম এ সময় হটাৎ করেই চেয়ারম্যান হারুন অর রশিদ তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে কিছু বুঝে ওঠার আগেই তাকে চর থাপ্পড় মাড়তে শুরু করে এসময় আশেপাশে থাকা লোকজন তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
নোমান মোল্লা আরো জানান ,মাস খানেক আগে ৪ নং ওয়ার্ড বাহেরচর এলাকায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়। ওই ধর্ষককে বাচাতে মরিয়া হয়ে ওঠে চেয়ারম্যান। কিন্তু ধর্ষণের ঘটনা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হলে ধর্ষক ৫ অক্টোবর মাসুদ হাওলাদরকে আটক করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এতেই ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইউপি সদস্য নোমান মোল্লার উপর ক্ষিপ্ত হয়ে আজ মারধর করে এবং ৮০ হাজার টাকা দাবি করে। এব্যাপারে শ্রীপুর ইউনিয়ান আওয়ামীলিগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ ইউপি সদস্যকে মারধর করার কথা অস্বীকার করে এড়িয়ে যান।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com