মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী এক ইউপি সদস্যের গোয়ালঘর থেকে তার পালিত তিনটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আজ আমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডায়েরী সূত্রে জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল ওয়াহাব হাওলাদারের বসত বাড়ী ঘটখালী গ্রামের গোয়ালঘর থেকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে তার পালিত ১টি গাভীন গরু ও ২টি গাভীন গরুর বাচ্ছা চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় আজ (বুধবার) সকালে আমতলী থানায় গরুর মালিক একটি সাধারণ ডায়েরী করেছেন।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল ওয়াহাব হাওলাদার বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আমার বাড়ীর গোয়ালঘর থেকে আমার পালিত ১টি গাভীন গরুসহ ২টি বাচ্ছা চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।
আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, গরু চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে চোরদের শনাক্ত করে চুরি যাওয়া গরু উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com